Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

সমবায় অধিদপ্তর জনগনের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করনে সরকারী উদ্যোগ বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা। সমবায় অধিদপ্তর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত অধিদপ্তর। সমবায় অধিদপ্তরের প্রধান নিবন্ধক ও মহাপরিচালক নামে অভিহিত।  উপজেলা, জেলা, বিভাগ ও সদর দপ্তর এ ৪ পর্যায়ে এ অধিদপ্তরের কার্যালয় বিস্তৃত। এছাড়া একটি জাতীয় প্রশিক্ষন একাডেমী ও ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। সমবায় সমিতির নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারনমূলক কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম।

উপজেলা সমবায় অফিসের কার্যক্রমঃ

শ্রেণি ভিত্তিক প্রাথমিক সমবায় সমিতির তালিকাঃ ৩০/০৬/২০২১খ্রি. পর্যন্ত

১। মৎস্যজীবি/মৎস্যচাষী                 ০২টি।

২। মুক্তিযোদ্ধাঃ                               ০১টি।

৩। সার্বিক/আদর্শ গ্রাম উন্নয়নঃ             ০৫টি।

৪। সঞ্চয় ও ঋণদানঃ                           ০৫টি।

৫। বহুমুখীঃ                                   ১২টি।

৬। আশ্রয়নঃ                                 ০১টি।

৭। ইউনিয়ন বহুমুখীঃ                            ০৪টি।

৮। কৃষিঃ                                      ১৭টি।

৯। কালবঃ                                    ০১টি।

১০।  সিআইজি                                 ১৯ টি।

১১। শ্রমজীবি                                    ০১টি।

 

সর্বমোটঃ                                        ৬৮টি।

কেন্দ্রীয় সমবায় সমিতির তালিকাঃ

পউবোঃ                                      ০২টি।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি রাজস্ব/অডিট ফি আদায়ঃ ১০৬০০ টাকা। ( প্রাথমিক)

২০১৯-২০ অর্থ বছরে ভ্যাট আদায়ঃ ১৫৯১টাকা। ( প্রাথমিক)

২০১৯-২০ অর্থ বছরে সমবায় উন্নয়ন তহবিল আদায়ঃ ৩১৭০ টাকা।  ( প্রাথমিক)